The Guru Bus started its journey under the leadership of Shri Raj Basu and famous footballer Baichung Bhutia

আজ ২২শে শ্রাবণ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়াণ দিবস। দিনটা ছিল  ১৯৪১  সনের  ৭ই আগস্ট  এক বর্ষণমুকর দিন। সেই দিন ঝাঁকে ঝাঁকে  বৃষ্টি  এসে গুরদেবের শেষ যাত্রা পথের ধুলো, ধুয়ে পরিষ্কার  করে  দিয়েছিলো।

 গুরুদেবের প্রতি  শ্রদ্ধা  জানিয়ে  association  for conservation  and tourism  আজকের দিনটিকে  বেছে  নিয়েছে Gurubas-কে সবার  সামনে  প্রকাশ করার  দিন হিসেবে।  গান্ধীজী  বলেছিলেন সমগ্র  ভারতবর্ষের  অর্থ  খুঁজে  পাওয়া  যায়  গ্রামে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন  ও শ্রীনিকেতন তার  প্রকৃষ্ট উদাহরণ। 

আমাদের  ঐতিহ্যকে আমরা ভুলতে বসেছি। গুরু গৃহে  থেকে  গুরুর  কাছে  যে  শিক্ষা  আমরা নিতাম  নিঃসন্দেহে আমাদের  মানসিক ও শারীরিক  বিকাশের ক্ষেত্রে  তার বিশেষ ভূমিকা  আমরা  অস্বীকার  করতে পারি না{ 

 Gurubas বলতে  Act-এর কথায় গ্রামের  পর্যটনের বিকাশ।  যেখানে তার বিশেষ  বিষয়ে জোর  দেওয়া  হয়,  তা হল স্বচ্ছতা,  ঐতিহ্য এবং ধারাবাহিকতা, যা Act তার কাজের  মাধ্যমে বোঝাতে  চায়।

Gurubas-এ  গিয়ে আমরা কি  শিখতে  পারব? এখানে আমরা  গ্রামের বাসিদের থেকে  শিখতে  পারব কিভাবে  আমরা  প্রকৃতির  সাথে  আমাদের  সম্পর্ক গড়ে  তুলতে  পারব।

বিভিন্ন জঙ্গল  ও  তার  চারপাশে  আমাদের যে জীব বৈচিত্র্য  তা  আমাদের  অনেকেরই  অজানা।  সেখান  থেকে আমরা  সেই পরিবেশে  থেকে  যে  শিক্ষা  স্থানীয়দের  থেকে  নিতে  পারবো  তা  আমাদের সংস্কৃতিক ও আধ্যাত্মিক  চেতনার  পথ  সুগম করবে।

 আমরা কেন  Gurubas  এ এই  বিষয়ের  ওপর  জোর  দিচ্ছি  জঙ্গল  হলো মাটির  অভিভাবক। জঙ্গল যোগান দেয় প্রকৃত খাবার ও  জল। জঙ্গল  থেকে  আমরা  পাই  খাদ্যশস্য,  জ্বালানি, বাসস্থান  তৈরির  উপকরণ, ওষুধ  এবং  আমাদের  নিত্য  প্রয়োজনীয়  জিনিষ. জঙ্গল কাবর্ন শোষণ  করে।  জঙ্গলে সময় কাটালে শরীর মন  ও আত্মা  সজীব এবং সুস্থ থাকে।  আমরা  পর্যটনকে Gurubas-এর সাথে  কিভাবে সম্পর্কিত  করতে পারি ? পর্যটন  হল সেই  সেতু  যার  দ্বারা যোগসাধন  হয় জনগোষ্ঠী,  সংস্কৃতি ও  সচেতনতা। এটা  কোনো  ব্যবসায়িক প্রতিষ্ঠান  নয়,  কিন্তু এখানে  যে  দর্শন  কাজ  করে  তা হল তাৎপর্যপূর্ণ  ও দীর্ঘস্থায়ী সম্পর্কের  বন্ধন। মানুষের  সাথে  মানুষের  সম্পর্ক, তাদের সংস্কৃতি, তাদের মূল্যবোধ , তাদের জীবন যাত্রা,  তাদের সীমাবদ্ধতা । আমরা সবাই এটা  বুঝতে পারছি যে  সমস্ত  রকম প্রতিবন্ধকতা  সত্ত্বেও   মানুষের ভ্রমণে  আনন্দ, বিভিন্ন  জনজাতির সাথে  মেলার  যে আনন্দ , তাদের  সংস্কৃতি, তাদের  চিন্তার  সাথে  নিজেদের  মিলিয়ে  নেওয়ার  যে  আনন্দ  সেখানে  কোনো  প্রতিবন্ধকতা  তাকে বেঁধে  রাখতে পারবে না। Gurubas  হল  নবীনের সাথে প্রবীনের  যোগাযোগের  সেতু। সব সংস্কৃতির এক আলাদা  মূল্য  আছে , তা  নতুন  হোক  বা  পুরোনো।  Gurubas  তৈরী হয়েছে  সেই  দর্শনের  ওপর  ভিত্তি  করে   যেখানে  মানুষের  মূল্যবোধের বিশেষ প্রাধান্য  দেওয়া  হয়,  যেখানে ঐতিহ্য রক্ষা হয়, আধুনিকতা বজায় থাকে। আমরা  যখন  ভীষণ ভাবে  প্রকৃতির সাথে জুড়ে যাব  তখন আমরা  কিছুতেই  নিজেদের  আলাদা  করতে  পারবো  না। আমাদের  সম্মিলিত  আশা  Gurubas সেতু  বন্ধনের  কাজ  করবে প্রকৃতি  ও  সংস্কৃতির মধ্যে।


Gurubas  তাদের কাজের  মধ্যে আনতে চলেছে যে  জায়গা গুলো  তা  হলো  South District of Sikkim, Darjeeling, Kalimpong, Alipurduar District  in North of West Bengal, Nadia, Medinipur, and Birbhum  District  in South  of West  Bengal, in Mymensing Districts of Bangladesh  Eastern  District  of Nepal and some areas of Bhutan. এই পথে  চলতে  আমরা  আমাদের Gurubas-এর  চিন্তাকে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনায়  করে রেখেছি। তার  মধ্যে  দু একটা  নাম  হল,  ICIMOD in Nepal, Bangladesh  Tourism Forum in Bangladesh.  আজ আমরা  আমাদের  এই আন্তর  লঞ্চ  এ আন্তরজাতীক শুভ শুচনা যাদের  এনেছি  তারা  হলেন  Act Ambassador  এবং  যিনি  Gurubas কে প্রয়োগ করে দেখিয়েছেন তার  গ্রাম  দক্ষিণ  সিকিমের  Tinkitam, শ্রী Bhaichung  Bhutia প্রাক্তন  Captain of Indian  Football  Team. এই পরিকল্পনা   তাঁর  নেতৃত্বে  Boots 2 Roots-এর মাধ্যমে। Gurubas-এর এই চিন্তাকে গ্রহণ করেন আধ্যাত্মিক  সঙ্গীত  জগতের  জনপ্রিয়  শিল্পী   Rina  Das Baul. তিনি তাঁর গ্রাম  শান্তিনিকেতনের পারুলডাঙায় এই গুরুবাস চালু করতে চলেছেন। আমাদের মুখ্য  উদ্দেশ্য  যে ঐশ্বর্য গুরুদেব আমাদের জন্যে রেখে গেছেন তাতে আমাদের দীনতার অবসান হোক,  তিনি আমাদের জন্যে যে উন্নত  আদর্শ  রেখে গেছেন তার  আলোকে  আমাদের  হৃদয়  মন  উদ্ভাসিত  হোক, আবার  আমাদের  আত্ম শুদ্ধি ঘটুক। যা  অকল্যাণকর তা  অপসারিত হোক।

গীতালি লাহিড়ী