The Guru Bus started its journey under the leadership of Shri Raj Basu and famous footballer Baichung Bhutia
আজ ২২শে শ্রাবণ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়াণ দিবস। দিনটা ছিল ১৯৪১ সনের ৭ই আগস্ট এক বর্ষণমুকর দিন। সেই দিন ঝাঁকে ঝাঁকে বৃষ্টি এসে গুরদেবের শেষ যাত্রা পথের ধুলো, ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলো।
গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে association for conservation and tourism আজকের দিনটিকে বেছে নিয়েছে Gurubas-কে সবার সামনে প্রকাশ করার দিন হিসেবে। গান্ধীজী বলেছিলেন সমগ্র ভারতবর্ষের অর্থ খুঁজে পাওয়া যায় গ্রামে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও শ্রীনিকেতন তার প্রকৃষ্ট উদাহরণ।
আমাদের ঐতিহ্যকে আমরা ভুলতে বসেছি। গুরু গৃহে থেকে গুরুর কাছে যে শিক্ষা আমরা নিতাম নিঃসন্দেহে আমাদের মানসিক ও শারীরিক বিকাশের ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা আমরা অস্বীকার করতে পারি না{
Gurubas বলতে Act-এর কথায় গ্রামের পর্যটনের বিকাশ। যেখানে তার বিশেষ বিষয়ে জোর দেওয়া হয়, তা হল স্বচ্ছতা, ঐতিহ্য এবং ধারাবাহিকতা, যা Act তার কাজের মাধ্যমে বোঝাতে চায়।
Gurubas-এ গিয়ে আমরা কি শিখতে পারব? এখানে আমরা গ্রামের বাসিদের থেকে শিখতে পারব কিভাবে আমরা প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে পারব।
বিভিন্ন জঙ্গল ও তার চারপাশে আমাদের যে জীব বৈচিত্র্য তা আমাদের অনেকেরই অজানা। সেখান থেকে আমরা সেই পরিবেশে থেকে যে শিক্ষা স্থানীয়দের থেকে নিতে পারবো তা আমাদের সংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার পথ সুগম করবে।
আমরা কেন Gurubas এ এই বিষয়ের ওপর জোর দিচ্ছি জঙ্গল হলো মাটির অভিভাবক। জঙ্গল যোগান দেয় প্রকৃত খাবার ও জল। জঙ্গল থেকে আমরা পাই খাদ্যশস্য, জ্বালানি, বাসস্থান তৈরির উপকরণ, ওষুধ এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিষ. জঙ্গল কাবর্ন শোষণ করে। জঙ্গলে সময় কাটালে শরীর মন ও আত্মা সজীব এবং সুস্থ থাকে। আমরা পর্যটনকে Gurubas-এর সাথে কিভাবে সম্পর্কিত করতে পারি ? পর্যটন হল সেই সেতু যার দ্বারা যোগসাধন হয় জনগোষ্ঠী, সংস্কৃতি ও সচেতনতা। এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, কিন্তু এখানে যে দর্শন কাজ করে তা হল তাৎপর্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের বন্ধন। মানুষের সাথে মানুষের সম্পর্ক, তাদের সংস্কৃতি, তাদের মূল্যবোধ , তাদের জীবন যাত্রা, তাদের সীমাবদ্ধতা । আমরা সবাই এটা বুঝতে পারছি যে সমস্ত রকম প্রতিবন্ধকতা সত্ত্বেও মানুষের ভ্রমণে আনন্দ, বিভিন্ন জনজাতির সাথে মেলার যে আনন্দ , তাদের সংস্কৃতি, তাদের চিন্তার সাথে নিজেদের মিলিয়ে নেওয়ার যে আনন্দ সেখানে কোনো প্রতিবন্ধকতা তাকে বেঁধে রাখতে পারবে না। Gurubas হল নবীনের সাথে প্রবীনের যোগাযোগের সেতু। সব সংস্কৃতির এক আলাদা মূল্য আছে , তা নতুন হোক বা পুরোনো। Gurubas তৈরী হয়েছে সেই দর্শনের ওপর ভিত্তি করে যেখানে মানুষের মূল্যবোধের বিশেষ প্রাধান্য দেওয়া হয়, যেখানে ঐতিহ্য রক্ষা হয়, আধুনিকতা বজায় থাকে। আমরা যখন ভীষণ ভাবে প্রকৃতির সাথে জুড়ে যাব তখন আমরা কিছুতেই নিজেদের আলাদা করতে পারবো না। আমাদের সম্মিলিত আশা Gurubas সেতু বন্ধনের কাজ করবে প্রকৃতি ও সংস্কৃতির মধ্যে।
গীতালি লাহিড়ী
1 Comments
Khub sundor hoeche lekhata
ReplyDelete