Many people may not know that there is a beautiful place hidden near Lava. The people of Kolkata are usually accustomed to visiting Lava, Lalegaon and Rishav. But just eight kilometers from the lava, Kolakham is a beautiful place. It is here that Help Tourism has created the Naora Valley Jungle Camp. If tourists want to travel in a different way, they must visit this place once.
লাভার কাছেই সুন্দর একটা জায়গা লুকিয়ে আছে অনেকেই হয়তাে জানেন না। কলকাতার লােকেরা সাধারণত লাভা, লােলেগাঁও, রিষভ ঘুরতেই অভ্যস্ত। কিন্তু লাভা থেকে মাত্র আট কিলােমিটার আগেই একটি অসাধারণ সুন্দর জায়গা কোলাখাম। এখানেই হেল্প ট্যুরিজম তৈরি করেছে ন্যাওড়াভ্যালি জঙ্গল ক্যাম্প। যদি পর্যটকরা অন্যরকম একটা বেড়াতে চান তারা অবশ্যই একবার ঘুরে আসবেন এই কোলাখামে।
হেল্প ট্যুরিজম বেড়ানােটা একদম অন্যভাবে উপস্থিত করেছে এখানে। এখানে পর্যটকরা শুধু বেড়াতে আসবে না তার সঙ্গে প্রকৃতি এবং ওখানকার সাধারণ মানুষের সঙ্গে মিলে মিশে তাদের উন্নয়ন ও তাদের কাজে অংশগ্রহণ করতে পারবেন। এখানে এসে আপনি বেড়ানাের সঙ্গে সঙ্গে কোলাখামের স্কুলে কিংবা সাধারণ চাষিদের সঙ্গে কাজ করে বেড়ানাের আনন্দটা অন্যরকমভাবে আরও বাড়িয়ে নিতে পারবেন। এখানে বলতেই হয় কোলাখাম নেওড়াভ্যালি জঙ্গল ক্যাম্পের কথা। অসাধারণ পাঁচখানা কাঠের কটেজ নিয়ে তৈরি এই রিসর্টটি। প্রতিটা রিসর্টই অনবদ্য শিল্পশৈলীতে তৈরি ডুপ্লেক্স। এছাড়া এর সঙ্গে রয়েছে অনন্য একটি ডাইনিং রুম। আর অবশ্যই এখানকার কর্ণধার পালদার কথা বলতেই হবে। অসাধারণ মানুষ এই পালদা। কথা বলে ভাল লাগবে।
কোলাখামে দেখার মতাে আছে নেওড়াভ্যালি জলপ্রপাত। প্রায় দু’কিলােমিটার জঙ্গলের মধ্যে দিয়ে হেটে পৌছতে হয় এই জলপ্রপাতে। অসাধারণ সুন্দর একটি পথ দিয়ে। এছাড়াও ওখানে দেখতে পাওয়া যায় প্রচুর পাখি। জঙ্গল সাফারি করার জন্য এই জায়গাটি অনবদ্য। শিলিগুড়ি থেকে সরাসরি যেকোনও বড় গাড়ি টাটা সুমাে বা জিপ নিয়ে পৌঁছে যাওয়া যায় কোলাখামে।
0 Comments