ভবিষ্যতে ডেকার্স লেন
ডেকার্স লেনের নাম হবে রসনা-সরণি। কলকাতার রাস্তায় বসে টোস্ট-ঘুঘনি-চা থেকে চপ-ফ্রাই কাটলেট কিংম্বা বেঞ্চিতে বসে পাত পেড়ে মাছ ভাত কে না খেয়েছে। তবে বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্প্রতি সরকারি পর্যটন দপ্তরে কলকাতার ডেকার্স লেনের ভােল পাল্টানাের প্রস্তাব দিয়েছে। তাদের মূলকথা খাওয়া-দাওয়ার জায়গাটির পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি গড়ে তুলতে হবে। এবার ডেকার্স লেন হয়ত ব্যঙ্ককের সুখময় ‘থাটিএইট লেন’ গােছের হবে। প্রতিদিন ডেকার্সলেনে শত শত লােক ফুটপাতে খেয়ে যাচ্ছে। এখানে কোনও খােলা ড্রেন থাকবে, বাসন ধুতে হবে পরিচ্ছন্ন ভাবে এবং যারা খাবার পরিবেশন করবেন তাদের দস্তানা ব্যবহার বাধ্যতামূলক হবে। কলকাতার ফুড স্ট্রিট সংস্কৃতি বহন করছে ডেকার্স লেন। একে পর্যটকদের কাছে তুলে দেবার গুরুত্ব বুঝে নানারকম বিষয়ে পরামর্শ দিয়েছে পর্যটন দপ্তর। দামের দিকেও নজর থাকবে। পরামর্শমেনে বণিকসভা কতটা কি করে সেটাই এখন দেখার বিষয়।রকারি পরিবহনে অ্যাপ
পশ্চিমবঙ্গে যাত্রীদের জন্য সরকারি পরিবহণের অ্যাপ চালু আছে। অ্যাপটির নামকরন হল ‘পথের দিশা। একই সাথে পরিবহণ দপ্তরের ওয়েবসাইটির ও আধুনিকীকরণ করা হল। এবার যাত্রীরা নিজের স্মার্ট ফোনের অ্যাপের মাধ্যমে যে কোনও সরকারি বাসের অবস্থান জানতে পারবেন। আপাতত ৭০০টি বাস এই অ্যাপের আওতায় থাকবে। পরে সমস্ত সরকারি বাস, ট্রাম ও লঞ্চ-এর অবস্থান এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। এই ব্যবস্থাপনায় যাত্রীদের নিরাপত্তা মজবুত হবে।
0 Comments